Archive for the ‘COX’SBAZAR’ Category

>SAINT MARTIN

Posted: November 5, 2010 in COX'SBAZAR

>

>

ওই শব্দটি

বিশ্বজিৎ চৌধুরী


‘বালুকাবেলায়’—শব্দটি উচ্চারণমাত্র
আমাদের একজন
প্রাক্তন নায়িকার কথা মনে পড়ে
তিনি হয়তো ওই একবারই এসেছেন
সমুদ্রের কাছে—
মনে পড়ে, তাঁর লাস্যে উচ্ছ্বসিত হয়েছিল জল
পায়ের পাতায় এসে হুমড়ি খেয়ে পড়েছিল
ঢেউ ও তরল।

তাঁকে ঘিরে ক্যামেরা ও আলো, নির্দেশক,
স্তাবকের সারি
তারা ছুঁয়ে দেখেছিল শাড়ি, যখন
আঁচল উড়ছিল হাওয়ায়
তারা তা তুলে ধরেছিল, যাতে ফেনা
ও লবণ থেকে
নায়িকার আব্রু রক্ষা পায়।

আজ তাঁকে বারবার খুঁজে ফিরি জলে চরে,
দূরে ঝাউবনে
তিনি তো কোথাও নেই—যেখানে যা কিছু ছিল
বিগত যৌবনে
তবু ঐ শব্দটি উচ্চারণমাত্র নায়িকার কথা
মনে পড়ে যায়
আমি তাঁর চরণচিহ্ন খুঁজি বালুকাবেলায়!

>

>অপেক্ষা

Posted: January 20, 2010 in COX'SBAZAR, POEM OF CITIES

>

অপেক্ষা

-তি তা শ চৌ ধু রী

সূর্যাস্তের সময়
আমি কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়েছিলাম
আমার পরনে ছিল জিনসের শার্ট ও প্যান্ট
চোখে মুখে ছিল বায়রনের মতো
একরাশ স্বপ্ন ও বিস্ময়।

আমার চারপাশে লোকজন তেমন ছিল না
অনেকটাই নির্জনে একলাই আমি দাঁড়িয়েছিলাম
কতক্ষণ দাঁড়িয়েছিলাম আজ আর মনে নেই।

আমি আসলে তোমার জন্যই অপেক্ষা করেছিলাম
কিন্তু সে অপেক্ষার কোনো শেষ ছিল না।
কথা দিয়েও তুমি শেষ পর্যন্ত কথা রাখনি
ইচ্ছে করেই কি তুমি তা করেছিলে? আমি জানি না।

তোমার জন্য আমি আর
কতকাল অপেক্ষা করবো? বলো, হে সুকন্যা!