Archive for the ‘EYE’ Category

>দৃষ্টি

Posted: October 16, 2010 in EYE

>

দৃষ্টি

মো হা ম্ম দ মা হ্ ফু জ উ ল্লা হ্

চতুর্দিকে এক সাথে কি তাকানো যায়!
মাটির দিকে নিচু হয়ে কিংবা আঁখি ঊর্ধ্বে তুলে আকাশ পানে?

চক্ষু কেবল দুটিই শুধু

দুদিক তাতে যায় দেখা
দেখতে হলে ঘুরাতে হয় সারা শরীর

এই দেহের অঙ্গিযুগল
চোখের জ্যোতি থাকতে হবে
তীব্রদৃষ্টি তীক্ষষ্ট আলো

বলি বটে চারদিকে চাই
দেখার আছে দিক-দিগন্ত

চর্ম-চক্ষু ছাড়াও আছে
অনেক গভীর অন্তর্দৃষ্টি।

নিজের শরীর না ঘুরালে
চতুর্দিকে যায় না দু’ চোখ
সুনীল আকাশ, শ্যামল মাটি
রূপ-অপরূপ হরেক কিছু
নানা রকম অপদৃশ্য।

অন্তরে যে দৃষ্টিশক্তি
তাকে চোখে যায় না দেখা
তার অবস্থান অন্তরঙ্গে-মনের ভেতর

মর্মচোখে গুহ্যরূপে রহস্যময়

দেখতে সে পায় বিশ্ব নিখিল
দুলোক-ভূলোক
চারদিকে নয় সর্বদিকে
আকাশ-পাতাল ফুঁড়ে।
বাহ্যদৃষ্টি থাকলে পরেও
দুই দৃষ্টির সম্মিলনে হতে পারে
মানুষ মহত্
জ্বলতে পারে উদার আলো
বিশ্বজুড়ে ভূমণ্ডলে।

>EYE -2

Posted: November 8, 2009 in EYE, Subject: EYE

>

>EYE 01

Posted: November 8, 2009 in EYE, Subject: EYE

>